সুখের ভিতর দুখের ভিতর
         তোমার মুখ ওঠে ভেসে ।
আঁধার আলোয় তোমায় দেখে
      (কোন) সুদূর থেকে গান আসে ।
আজ ২২শে শ্রাবণ, মন কেমনের দিন ।


গাঙের জলে সাগর জলে
          নিত্য তোমার যাওয়া আসা।
ফাগুন দিনে আগুন দিনে
          তোমার গানে কাঁদা হাসা ।
আজ ২২শে শ্রাবণ, মন কেমনের দিন ।


দীপের আলোয় ধূপের ধোঁয়ায়  
          মূর্তি তোমার সামনে রাখি।
ফুলের গন্ধে জীবনানন্দে
          হৃদমাঝারে স্বপ্ন আঁকি ।
আজ ২২শে শ্রাবণ, মন কেমনের দিন ।


কেতকী এলো বকুল এলো
          ফুটল কদম বৃষ্টি মেখে ।
তোমার প্রিয় বৃষ্টি মাসে
         হারিয়ে গেলে পথের বাঁকে।
আজ ২২শে শ্রাবণ, মন কেমনের দিন।


করুন সুরে বাজে সানাই
        বলে সে নেই সে নাই ।
ঝিল্লি ডাকা সাঁঝের বেলায়
        মন বলে তুমি জেগে সদায় ।
আজ ২২শে শ্রাবণ, মন কেমনের দিন।


আমরা যারা তোমায় জানি
         প্রাণের ঠাকুর বলেই জানি ।
আছে যতদিন চাঁদ তারা ফুল
         থাকবে তোমার আশীষ বাণী ।
আজ ২২শে শ্রাবণ, জেগে থাকবার দিন।