থাক আজ তবে এইটুকু ...
এর পর না জানি কে ভেবে নেবে কতটুকু ।
নিত্য ঘটছে অবমাননা, হচ্ছে নিভৃতে ষড়যন্ত্র
কে কার জন্য জপে চলেছে মৃত্যুমন্ত্র ।


দুই চোখের উপরে সযত্নে আঁকা ভ্রু-যুগল
তবু তাকে দেখতে পায়না এই নয়ন যুগল ।
কে কাকে দেয় নিরপত্তার নাগরিকানা,
যার নিজের নাগরিকানায় তটস্থ গরিবিয়ানা।
এই স্থলে জলে অন্তরিক্ষে কি হয় কি হয় ত্রাস
সাধারনের উৎকণ্ঠা হাঁফ ছাড়িবার নেই অনুপ্রাস ।
সে দেশ ও দশের সর্বোত্তমের গাও জয়গান
অর্ধাহারিদের জন্য অশ্রু ঝরান, তিনি অমৃতের সন্তান ।


নবযুগের অবতা্র চায় দেশের অগ্রগতি বিশ্বের দরবারে  
তাই রক্তচোখে ভিক্ষা মাগেন জনতার ঘরে ঘরে ।
অট্টালিকার আতিশয্যে বড়ই থাকেন কুণ্ঠিত ।
নখ দাঁত নিভৃতে পালিশ, থাকেন সদাই অবগুণ্ঠিত ।