ছোটবেলায় শুনতাম বাবা মায়ের চিন্তা ছিল
    ছেলে মেয়েরা কবে বড় হবে?
ছোট্ট চারাগাছ ও একদিন বড় হয়ে যায়,
কুঁড়ি থেকে ফুল সে ফুল ও একদিন ঝরে ।
একদিন ঘুম ভেঙে দেখবো বড় হয়ে গেছি ।
আর সবাই ঘাড় উঁচু করে আমায় দেখছে;
কেমন বোকা বোকা, হটাত্‍ হাসি পেয়ে গেল ।
বেলুন যেমন বড় হতে হতে একসময়
       শব্দ করে ফেটে চুপসে যায়;
এখন মনে হয় সেদিনগুলো ভাল ছিল ।
রঙিন প্রজাপ্রতির মতন দিন আর রাত
ছিল শাসন বারণ ভাল মন্দ স্বপ্নদেখা ।
পুরোনো বইয়ের পাতার ভাঁজে রাখা
শুকনো গোলাপের পাঁপড়ি দেখে যাই ।
    আর মনে মনে বলি হতে চাইনা বড়
    দাও ফিরিয়ে আমার ছেলেবেলা ।