একটা পাখী লুকিয়ে ডাকে ক্রিক ক্রিক কিক্কি
একটা ফুল পাতার ফাঁকে দিছে উঁকি ঝুঁকি।
একটা মেয়ে সাদা পাতায় আঁকছে আঁকি বুঁকি
একটা ছেলে চা দোকানে সে পৃথিবীর দুখী ।


একটা মা পথ চেয়ে আসবে মেয়ে যেপথ দিয়ে
একটা বাবা ভাঙ্গা চশমায় আকাশ পানে চেয়ে ।
একটা বিমান বন্দরেতে খুশির খবর নিয়ে
একটা ইচ্ছে মনের ভিতর ছুটছে টগবগিয়ে ।


একটা মেঘ উড়তে উড়তে আজ যে হটাত ক্লান্ত
একটা সেতু পড়ল ধসে পথিক কি সেটা জানতো?
একটা অপেক্ষা নতুন বউএর মানেনি তার মনতো!
একটা শিশু জানবেনা তার বাবা কি খুশি আনতো!

একটা স্বপ্ন ঘুমিয়ে গেছে জমাট অন্ধকারে,
একটা ভুল গুমড়ে মরে এপারে আর ওপারে ;
একটা মৃত্যু জেগে থাকতে বলে জগত সংসারে,
একটা দিন নতুন হয়ে উঠুকনা আগমনীর সুরে ।