ঝড়ের বন্ধু বৃষ্টি কাকভোরে এসে গেছে।
কাল পরশুর শুখা মাটি দারুণ ভিজে গেছে।
ঝিমিয়ে পড়া লেবুরগাছ সতেজ হয়ে গেছে।
তবু বুকের ভেতর কি যেন এক কষ্ট রয়ে গেছে।


আমার বন্ধু দিনবদলের পালায় উদয় অস্ত হেঁটেছে।
চলতে চলতে কোন অজান্তে কথা ভুল ভাল বলেছে।
নিদ্রাহীন গভীর যন্ত্রণাতে রাত্রিটা কেটেছে।
মৃত্যু ওর বিশেষ বন্ধু, কাকভোরে নিয়ে গেছে।


আমার বন্ধু ফিরবে না আর ঘরে বেণীমাধবপুরে।
কান্না বোধহয় শুকিয়ে গেছে কাঁদব কেমন করে?
ঝড়ের বন্ধু বৃষ্টি যেমন বার্তা দিয়ে যায় সুদুরে।
তেমন আমি তার লড়াই গল্প শুনিয়ে ফিরব ঘরে ঘরে ।