তারপর কেটে গেছে হাজার বছর।
প্রবল প্রলয়ে তলিয়ে গেছে নগর।


পৃথিবী শীতঘুম থেকে বসন্ত জাগে,
গির্জার ঘণ্টাধবনিতে জাগে শহর।


এখানে এখনও গাছে ফুল ফোটেনা
মানব প্রকৃতির প্রত্যাশা পূর্ণ হয়না ।


হাজার কোটি যুগ ওরা তৃষ্ণার্ত ক্ষুদিত
কত শত পথ পেড়িয়ে আজ ওরা ক্লান্ত ।


আকণ্ঠ করি পান একটু বৃষ্টি দাও ,
সোনালী ফসল হয়ে ক্ষুদা মিটাও।


এখনো কেন মাটির অংধকারে তুমি ?
কোটি হাত মুষ্ঠীতে এসো শিকল ভাঙ্গি ;


আঘাতের পর আঘাত ভিতর বাহির
চিরতরে টুটে যাবে বাধার প্রাচীর ।


নতুন নামে নতুন একটা দেশ হবো
জনমনে তুমি আমি সবে মিলে যাবো ।