আবার যদি দেখা হয়
আমায় চিনে নিতে পারবি।
আমার তখন নোতুন একটা নাম।
আমি তখন বৃষ্টি হয়ে ঝড়ে গেছি পাহাড় চুড়ায়।
সেই পাহাড় যদি বেঁধে রাখে হিমেল পরশে;
আমি রয়ে যাব তাঁর বাহুপাশ বন্ধনে।
যখন মনে হবে আর নয়
উষ্ণ অভিনন্দনে হয়ে যাব বাঁধনহারা।
সামনে থাকবেই অনেক বাধা বিপদ।
দুহাত বাড়িয়ে সে বলবেই- কোথায় চলে যাস।
আমি কথার কথা রাখতে বলে দেব - ফিরে আসব।
আর মনে মনে এটা ভাববো ...


আবার যদি দেখা হয়
আমায় চিনে নিতে পারবি।
আমার তখন নোতুন একটা নাম।
কঠিন পাথরের বেড়াজাল ভেঙে এগিয়ে চলেছি।
যেখানে আমার মন চায়
আমি সুদুরের পিয়াসী
ঘন সবুজের অরণ্যে দুদণ্ড জিরিয়ে নেব।
সেও চায় তাঁর ছায়ায় মায়ায় ধরে রাখতে।
আমার শীতলতার আবেশে ঘুমাতে চায়।
শিকড় বাকড়ে আঁকড়ে সে বলবে -কোথায় চলে যাস।
আমার যে নেশা চোখে মুখে
দেশ দুনিয়া দেখার ইচ্ছা আশা গোপন করিনা।
আমি কথার কথা রাখতে বলে দিই - ফিরে আসব।
আর মনে মনে এটাই ভাববো ...


আবার যদি দেখা হয়
আমায় চিনে নিতে পারবি!
আমার তখন নোতুন একটা নাম।
দিনের সূর্য রাতের চাঁদ তাঁরা বন্ধু হয়ে যাবে।
আমার নামে শহর বন্দর লোকে লোকারণ্য।
কিছু ওরা বলবে কিছু আমি বলব
আমার যাপিত জীবনের ইতিবৃত্ত।
কিছু হিংসা মৃত্যু কিছু লোভ লালসার অপমৃত্যু ।
সব দেখে শুনে অতিষ্ঠ যখন হৃদয়,
সঁপে দেব জীবন অনন্ত সাগর নীলিমায়
নীল যন্ত্রণায় নীলকণ্ঠ মানুষের স্বপ্ন ফুরিয়েছে।
আকাশের নীলে হারাতে বাসনা জেগেছে।
তখন বাতাসের সঙ্গী হয়ে শুন্যতায় ফুরিয়ে যাব।
তখন আমার অন্য নাম অন্য জীবন।
যদি কেউ নাও 'বলে - কোথায় চলে যাস।


তবুও কথার কথা রাখতে বলবো - ফিরে আসব।
আর মনে মনে ভাববো ...
আবার যদি দেখা হয়
আমায় চিনে নিতে পারবি।