তুমি কি আমার সাথে সাগরের
   দুরন্ত নীল ফেনিল ঢেউএ ভাসবে ;
পায়ে পায়ে হেঁটে তীর ছুঁয়ে ছুঁয়ে রেখে
   চিকচিক বালুকাতে ছাপ রেখে যাবে।
বহুদূর যেতে যেতে যখন হয়ে যাবো ক্লান্ত
পিঠে পিঠ রেখে দেখব একান্ত নীলদিগন্ত ।


কখনো দেখনি নাকি পালতোলা নাও সারি
কখনো রাখনি চোখ দুরের বলাকা দেয় পাড়ি।
আমি আবার যাব চলে সেই স্বপ্ন সমুদ্র স্নানে
যদি ভাবো যাবে, চলে এসো গানে গানে!
            ঠিক আসবেতো পথ চিনে।
দল বেঁধে সেদিন যে সভা করেছিলাম রুদ্ধদ্বার;
প্রশ্ন অনেক ছিল,যুক্তি ছিলনা শুধু জবাব দেবার।
জীবন অনেক জটিল, সহজ ছিলনা দায় নেবার।
তাই কথা বলি একা একা,পথ চলি একা একা ;  
ভালবাসাহীন এই জীবন, এ কেমন বেঁচে থাকা !
কেন বাঁচি একা একা, আবার হোকনা দেখা,      
বল কিসে মুক্তি আছে? জানিনা শান্তি কোথা।


তবে এখনো স্বপ্ন দেখি, জাগি গল্প কবিতায়;
জীবনের পথ খুঁজে নিতে এখনোতো গান গাই ;
মানুষের কাছে থাকি, এখনও পথের দাবি,
তরঙ্গ ঝড় দেখি সবই, বাঁচা মড়া নিয়ে ভাবি ;
এখনও গোলাপ ফোটে ইচ্ছা হয় ভালবাসতে
হাত দুটো রেখে দিতে তোমার ও শুন্য হাতে ;
স্বপ্ন দেখবো রাতে দুজনে আবার নতুন করে;  
ফেলে আসা পথ ছেড়ে নতুন এক পথ ধরে।
আবার নতুন গানে, ভিনদেশী এক সুর ধরে  
কুড়াতে কুড়াতে নুড়ি হেঁটে হেঁটে যাব সুদূরে ।