হা হা হা ......


আচ্ছে দিন ওনাদের গাড়ি বাড়ি শাড়ি হাঁড়িতে
আচ্ছে দিন কবে আসবে আর এই পোড়া কপালেতে?


আচ্ছে দিন ওই তো এসেছে জ্যোৎস্না তোমার শরীরে;
আচ্ছে দিন দিয়েছে জ্বালা, মেটায়নি ক্ষুদা এই উদরে !


আচ্ছে দিন তোমার ত্বকে পিছলিয়ে যায় মাছি ;
আচ্ছে দিন ঘাম ঝরানো মাটি জানে, কেমন করে বাঁচি ?


আচ্ছে দিন কথা দিয়েছিলে, ওসব নাকি কথার কথা
আচ্ছে দিন ভেবেছিলাম, ফিরে যাবে ঘন কুয়াশার ব্যথা!


আচ্ছে দিন মাটি ফুঁড়ে হয় বাড়ি, তাতে চলমান সিঁড়ি ।
আচ্ছে দিন পুড়েছে কপাল আমার ঘরে বৃষ্টি ঝিরি ঝিরি ।


আচ্ছে দিন আনতেই বুঝি সদলবলে বিদেশেতে দাও পাড়ি
আচ্ছে দিন রক্ষার্থে কালো কফিনে ছেলেটা ফিরেছে বাড়ি ।


আচ্ছে দিন তুমিই বল, আমরা আছি তাইতো তোমার থাকা।
আচ্ছে দিন জেনো আর ধোঁকা নয়, এবারে আঙুলটা হবে বাঁকা ।



@রক্তিম