কিছুই আমার কাছে অনেক অনেক কিছু
তাই যা কিছু পাই কুড়াই ওরা ডাকে পিছু।
জল বিনে শুকিয়ে গেল ফোটা ফুলের সারি
মানুষগুলো ঘরের ভিতর ওদের মৃত্যু হল ভারি।
শুখা ফুলে প্রজাপতি তবু মধু খুঁজে বেড়ায়
একলা মাঝি পাড়ের দিকে শুকনোমুখে ভেড়ায়।
চিলের ডানায় ক্লান্তি নেই ভাগাড় এখন বিশ্ব
কিছুতেই যেন কিছু হয়না, জীবন বড় নিঃস্ব ।
অসহায় মানুষগুলো কি দেখবেনা আর ভোর?  
বাঁচতে আর বাঁচাতে এখন বন্ধ থাকুক দোর ।
আসবেই আসবে সবার হারিয়ে যাওয়া দিন,
ফুটবে ফুল গাইবে পাখি সরিয়ে মৃত্যু দিন।