মানুষটা কাঁদছে
মানুষেরা সব কাঁদছে
মন্দিরে কাঁসর ঘন্টা বাজছে
গম্ভীর স্বরে বেদমন্ত্র উচ্চারিত হচ্চে
পেটের খিদে খাবার খুঁজছে
পাশ ফিরে সব ঘুমাচ্ছে
মানুষ কঠিন হচ্চে ।


বাগানে ফুল ফুটছে
সুবাস তার ছড়িয়ে যাচ্ছে
কিছু ফুল মালা হয়ে শোভা পাচ্ছে
চোখের জল কারো কারো শুকিয়ে যাচ্ছে
আলোর উত্স ক্রমেই সরে যাচ্ছে
সূচিপত্রে কেউ নাম সাজাচ্ছে
প্রাণের আলো নিভছে ।


পাথরে খুঁজছে
ঠুকে ঠুকে আগুন জ্বালছে
বিনা পরিশ্রমে কেউ আলো শুষছে
কেউ আলো চেয়ে আঁধার হাতে পাচ্ছে
নিরবে নিভৃতে কারা মাথা কুটছে
আধারশিলা খবরাখবর রাখছে
এখন হিমবাহরা গলছে ।