তোমার চলে যাওয়াতে কি ফুল ফোটে?
ফোটেই'তো তা'নাহলে এত সুগন্ধ কোথা থেকে আসে।
পাখির উড়াল ও থমকে যায় ঠিক ছবির মতন...
দুদণ্ড পাখা ছড়িয়ে ছায়া দিয়ে উড়ে চলে যায় গন্তব্যে।
তবে আমি কেন ঠিক হাল ভাঙ্গা পাল ছেঁড়া নাবিকের মতন।
তারপর...


তোমার চলে যাওয়াতে কি পাখি ডাকে?
ডাকেই'তো তা'নাহলে এত গুঞ্জন কোথা থেকে আসে।
কাউকেই তো ক্লান্ত হতে দেখিনা...
কি অসীম আগ্রহে তোমায় কাছে রাখতে চায়।
হয়তো তোমার ছায়ায় মায়ায় অবসাদ কাটাতে ইচ্ছা।
তারপর...


তোমার চলে যাওয়াতে  কি আকাশ সেজে ওঠে?
সাজেই'তো দিনে রাতে মেঘের ওড়না দিয়ে সাজে।
কাজলা চোখে বৃষ্টি আনে হরেকরকমের...
মাথার এলোচুল বন উপবন ভিজিয়ে সিক্ত করতে চায়।
হয়তো তোমায় আগামীর স্বপ্নে সাথে রাখবে তাই।
তারপর...
আমি রয়ে যাব শুকনো পাতার মর্মরধ্বনিতে
কিম্বা ঝরাফুলের শুন্য বৃন্ততে
কাটিয়ে দেব সময় নক্ষত্রের পতনে
অপেক্ষা আর অপেক্ষা আগামীর একটা বসন্তের জন্য।