এত রক্ত!
এত রক্তে মাটি ভিজেছে;
মাটি ভিজে, মাটি মা রক্ত চায়না।
রক্ত চায় ওরা যাদের চায় অনেক ক্ষমতা!
অনেক ক্ষমতা পেয়ে ওরা হবে বিশ্বগ্রাসী দানব ;
বিশ্বগ্রাসী দানবেরা যেভাবে প্রতিনিয়ত জ্বেলে চলে আগুন ।
সেই আগুনে অক্ষত থাকবেতো তার বড় যত্নে লালিত আদরের রতন ?


কৃষ্ণকে কংস।
কংস চেয়েছিল কৃষ্ণের মৃত্যু;
সেই কৃষ্ণই একের পর এক পরীক্ষায় ...
পরীক্ষাতে প্রমাণ করে দিয়েছে ন্যায় আর অন্যায়
ন্যায় অন্যায় যুদ্ধে সত্যের কাছে মিথ্যার হয়েছে পরাজয়।
পরাজয় স্বার্থপর দৈত্যর যার বাগানে বসন্ত আসেনি মেনেছিল হার।
হার হিরণ্যকশিপুর ভক্ত প্রহ্লাদের কাছে নরসিংহ রূপে এনে দেয় বিধান।


যে শিশুরা বিনা অপরাধে মৃত্যু ছোবল নেয়
তারা মৃত্যুর পূর্ব মূহুর্তে ছিল বাঁচার বৃথা চেষ্টায় ।
মৃত্যু তুমিতো জানতে শিশুদের কোন দোষ নেয় ;
সেই রক্তধারাও কাঁদে নীরবে নিস্তব্ধে মাটি ভেজায় ।
একদিন নিষ্পাপ ফুলেরা, স্বাধীন তিতির পাখিরা জাগবে,
সেদিন সাবধান!ক্ষমতালোভীরা আগামী যুদ্ধে নিশ্চিত দেখা হবে ।