কতদিন দেখিনি তোমায়
তুমিও কি শতাব্দীর অন্ধকার সরাতে পারছনা।
আমারই মতন কঙ্কটাকীর্ণে রয়ে গেছো ।
অগনন শৈবালদামে পথ হারিয়ে ফেলেছ ।
পথের পদচিহ্ন মুছে গেছে কালের প্রকোপে
হাতে পায়ে বুঝি দাসত্বের লৌহশিকল
প্রিয়া মন ; মনতো আকাশের মতন মুক্ত
শরতের মেঘ কে আর বন্ধন দিতে পারে।


সব জড়তা সরিয়ে মনপাখীর ডানা মেলে দাও
ডানায় যত শক্তি সবটুকু উজার করে দাও
চলে এস গাঙ্গের সেই বাঁকা হিজলের ছায়ায়
সেখান থেকে দেখে নেব আলো আঁধারের সবটুকু
তারপর আমাদের পথচলা নতুন দিনের জন্যে
আগামী পৃথিবী তৈরি হচ্ছে বরণডালা সাজিয়ে।