বিবর্ণ জীবনে একটা একটা করে রঙ এসেছে
একটু একটু করে আমি সাতরঙা হয়ে উঠেছি।
মেঘ রোদ্দুর মানুষের ঘাম চকচকে মুখের রঙ।
সবুজ ফসলে ছড়ানো জড়ানো হাসি কান্না রঙ।
সম্প্রতি পুড়ে যাওয়া দম্পতির অব্যক্ত যন্ত্রনা রঙ ।
কিশোরীর প্রথম রক্তদর্শনের অবিমিশ্র কিছু রঙ।
ছেলের ক্ষিদে মিটাতে মায়ের অন্ধকারে ঠোঁট
         রাঙানো সাজানো হাসির রঙ।
রেখে দিয়ে চলে যাব আগামী প্রজন্মের জন্যে ।


সুরহীন জীবনে একটা একটা করে সুর এসেছে
একটু একটু করে সাত সুরে আমি সুরবাহার ।
        উষার শুরতে পাখীর ঠোটে যে সুর।
পাথর সরিয়ে উত্স থেকে ঝরনার আনন্দ সুর ।
চলন্ত কামরায় ক্লান্ত গায়কীতে যেটা মিশে থাকে ।
পাথার ভাঙ্গতে থাকার একঘেয়ে এক জান্তব সুর ।
বিশ্বাস ভেঙে যাওয়া নিঃশব্দে অন্তর ক্রন্দন ধ্বনি।
তোমার আমার চকিত দর্শনে যে বন্ধন সেই সুর ।
হল্লাবোল ঐকতানে মিশে যাওয়া প্রান্তরের সুর।
রেখে দিয়ে চলে যাব আগামী প্রজন্মের জন্যে ।