এখনো চিলের ডানায় শতাব্দীর ক্লান্তি ।
এখনো পথের শেষে অপেক্ষা করছে ভ্রান্তি ।
তবু ও নিজের ছায়াতে মিশে অবিশ্বাসের অশান্তি
ঘরের চারদেয়ালের আল্পনায় বিরাজমান পরমশান্তি ।
                মা জাগছে হৃদমাঝারে ।
এবার বুঝি সরোবরে শতদল
ফুলের রেনুতে রেনুতে উচ্ছল উদ্বেল
খেটে খাওয়া মানুষের স্বেদগ্রন্থিতে অদ্ভূত আনন্দ
আগমনী গান রক্তের লোহিতকণায় ছড়িয়ে দেয় ছন্দ ।
                মা আসবে তাইতো খুশি ঝরে ।