আমি বিশ্বাস করি
এই পৃথিবী আবার সুন্দর হবে ।
খোলা আকাশের নিচে কাশফুলেরা দুলবে।
একে অন্যকে দেখে আতঙ্কে ভুগতে হবে না।
ঝুঁকে পড়া কাঁধে আবার হাত রাখতে পারব ।
চলতে পথে অস্পৃশ্যতায় আর দুরত্ব থাকবেনা ।


তুমি ও বিশ্বাস করবে
এই পৃথিবীর কাঠামো নতুন করে বাঁধা হচ্ছে ;
ফুসফুসের যে দূষণ সেটাকে যে মুক্ত করতে হবে;
ঘরে থাকবার প্রচেষ্টাতে খড়ের বাঁধন পোক্ত হচ্ছে;
লক্ষ্মীপেঁচার ডাকে জীবনের প্রতিশ্রুতি,
হাঁসের পালক শান্তির বার্তা আনতে চলেছে,
ইঁদুরের গতিবিধিতে মাঠভর্তি ফসলের স্বপ্ন,
ময়ুরের চোখে এখন আগামী আগমনীর ঝিলিক।


আমাদের বিশ্বাস পৃথিবীকে সুন্দর হতেই হবে
তাইতো এই পৃথিবী আবার হবে ঋতুমতী ;
অন্ধকার সরিয়ে ঠিক স্বচ্ছতার সকাল এনে দেবে।
নদীটাও সঙ্কোচ দূরে ফেলে আবার কাছে ডেকে নেবে ।
আমার দেশকে মৃতের-নগরী কেউ বলতে পারবে না
তাইতো এখানে প্রাণের ঘ্রাণে হবে উৎসবের সূচনা ।