ভেবেছিলাম ............।।
তারপর দেখলাম.........।।
আর কোন .........।।
ভাল ............।।


ভেবেছিলাম হয়তো তুমি  গেছ ভুলে ;
নতুন আলোর উৎসবে তাই গিয়েছ চলে ;
না জানিয়ে কিচ্ছুটি না বলে;
কেন বলবে! বুকে যদি পালকি না দোলে ।


তারপর দেখলাম না বলে ভালই করেছ;
চিঠি ফিরে এসেছে, ভুল ঠিকানা দিয়েছ!
কোন প্রশ্ন নেই, তুমি জবাবকে ছুটি দিয়েছ ;
চাঁদ ফুল তারা কুয়াশা-ভোর নিয়ে গেছ।


আর কোন দিগন্তরেখার সন্ধান নেই ;
এই বুকে আর সত্যিই অভিযোগ নেই ;
বালুকার চরে যে ঘর বাঁধতে নেই;
হিমঘরে সুপ্ত প্রান,পাখির কাকলী নেই।


ভালই হল পৃথিবী তোমার, আমি ব্রাত্য হলাম;
নির্জন দ্বীপে দ্বৈপায়ন হয়েই রয়ে গেলাম;
স্মৃতির ভার নিয়ে একাই পথ হেঁটে চললাম ;
নন্দিনী, তোমার জন্য আগুন-বসন্ত রেখে গেলাম।



*  কবি সমীর প্রামানিক মহাশয় কে এই কবিতা উৎসর্গ করলাম ।