বিড়ালের দল মাছ খেয়ে তপস্বী হয়ে গেছে ।
গায়ে আঁশটে গন্ধ কেউ ধুপ জ্বালিয়ে দাও হে...


ওদের শরীরী আকর্ষণ রোধ করতে পারেনা ।
ঝাঁপিয়ে পড়ে খাবলে খুবলে খেয়ে
ঢেকুর তুলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে ।
কেউ চাদরটা টেনে দাও হে ...


ওদের অনাহারী শরীরে যৌবন আসে কেন ?
ছেঁড়া কাপড়ে ঢাকতে যখন পারেনা
আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও
সাবধান হওয়া ভাল, কেউ টিটানাশ দাও হে...


ওদের চোখে আগুন, দৃষ্টিতে জ্বালা ধরে
খেলার শেষে চোখদুটো তুলে নিতে হবে ;
যে জিভে গালি দিয়েছে কেটে নিতে হবে ;
যে গলায় চিত্কার করেছে ছুরি চালাতে হবে ;
যে হাত বাধা দিয়েছে আলাদা করতে হবে ;
কর্মকান্ডের যেন কোন চিন্হ বর্ণ না থাকে না ;

বিড়ালের দল মাছ খেয়ে তপস্বী হয়ে গেছে ।
গায়ে আঁশটে গন্ধ কেউ ধুপ জ্বালিয়ে দাও হে...
ওই হাভাতেরা একসাথে এগিয়ে আসছে,
ওরা এক হলেই মুশকিল, ওদের আলাদা কর ;
ওরা গর্জন করছে, কে কোথায় আছিস !


সাড়া দেবার জন্য,আর কেউ কোথায় নেই ;
এখন আমরা আসছি !
একে একে লাখে লাখে
জ্বলন্ত আগুনের মশালটা হাতে হাতে বাড়িয়ে দাও ...