চোখ দুটো আছে শুধু দেখে যাও
কান দুটো আছে শুধু শুনে যাও ।
তবে মুখটা খুলনা, বন্ধু কথা দাও
যদি জেলের ঘানি টানতে না চাও।


পাশেরবাড়ির ঘর পুড়ছে পুড়তে দাও
দ্রুত এসে নিজের বাড়ির যত্ন নাও।
দেখে শুনে তুমি চুপচাপ থেকে যাও
জানলাটা ফাঁক করে শুধু মজা দেখে যাও।


অমুক ছেলের চাকরি চুরি! হতে দাও
পাশ না করে চাকরি পেল! পেতে দাও।
এসব জেনে মোটেই রেগে যেওনা, শান্ত হও;
'সুখে থাকতে ভুতে কিলায়'  চেপে যাও।


মুখ খুললেই বিপদ ঘনিয়ে আসবে।
কানে শুনলেই হৃদয়ে আগুন ছুটবে।
দিনে দিনে তুমি প্রতিবাদী হয়ে উঠবে,
নিয়মের বোলচালে জীবন ছিল্লি হবে।


কেউ কেউ দেখে শুনে চুপচাপ থাকেনা।
দেখে ও না দেখার অভিনয় করেনা।
অন্যায় রুখে দিতে আগুনের শিখা হয়
সেই আগুনের আলোয় সত্যিটা প্রকাশ পায়।



*আজকের কবিতা কবি প্রণব লাল মজুমদারের সৌজন্যে উৎসর্গ করলাম ।কবি সুস্বাস্থ্য কামনা করি।