আজ আকাশে চিলে'দের অলস ডানা মেলা নেই।
ওরা একে একে ছাদের কার্নিশে ভিড় জমায়।


বৈদ্যুতিন তার নিজেকে সাজায় পড়েছে জল নূপুর
সজনে পাতার কম্পনে নৃত্যনাট্যের শেষ প্রস্তুতি খবর।


টিনের চালা থেকে নাগাড়ে জল পড়ছে কচুপাতায়
বারবার মাথা ঝাঁকায় সে তৈরি হয় কে দেখার ইচ্ছায়।


শালিক চড়ুই ঘাসের জমা জলে শরীর ভিজায়
সেই আনন্দ অনুষ্ঠানে বুঝি ওরাও যেতে চায়।


সূর্য দাবদাহ কমিয়েছে,হয়তো নিয়েছে অর্ধদিবস ছুটি,
বরুণদেব কে খবর দিয়ে গেছে তায়তো ঝরে বৃষ্টি।


আজ তাঁর জন্মদিনে কিছু নোতুন হোক
সেই তিনিই দিনে দিনে যুগে যুগে চিরন্তন।
তাঁর ফুলেতেই তাঁর জন্য মালা গাঁথি
গানের সুরে তাঁকেই সামনে রাখি
হৃদয়পুরে আলপনা কপালে আঁকি চন্দন।
আজ সব্বার নোতুন দিন
আজ যে কবির জন্মদিন
আজ যে রবির জন্মদিন।