বলেছিলে রূপে তোমায় ভোলাব না ।
আমি মেনে নিয়েছিলাম ।
চাঁদের ঝরে পড়া জোত্স্না মেখে অপরুপা।
সারা শরীর থেকে ঝলসে ওঠে ঝিলিক;
চোখে ধাঁধা লেগে যায়। আমি হতবাক।


চোখের দিকে চোখ রেখে বলেছিলে
''আমি রূপে তোমায় ভোলাব না ।
আর কিছু দিন যাক, বসন্ত ফিরে যাক
গ্রীষ্মের দাবদাহে আমায় চেওনা প্রিয়
আকাশ ঘনিয়ে মেঘ আসুক
নেমে আসুক রুপালি বাদল ধারা
লাজুক প্রকৃতি সাজুক সবুজের আস্তরণে;
আমিও তখন অভিসারে যাব
আমার জীবন মরণ যে তুমি শ্যামসুন্দর;
আমি তোমারই হবো।
পথে দেখে ঠিক চিনে নিও, দামে কিনে নিও
তোমার শরীরে ঘামে রক্তে স্বাদ-কোরকে
বেমালুম মিশে যাব ।''


অপেক্ষার বুঝি হবেনা অবসান ।
শুধু মনে পড়ে কিন্নরী কন্ঠে বলেছিলে  
আমি রূপে তোমায় ভোলাব না ।
পকেটের রুপালি কিন্কিনি আজ ধরা দেয়নি।  
জলের রুপালি ফসল আমার ঘরে আসেনি।
মনের দেওয়ালে বিরহের কালো আখরে
এঁকেছি তোমার ছবি ও আমার সুন্দরী ইলিশ ।