কাল সারারাত আমার সাথে ছিলে...
ঠিক রাতের অন্ধকারের মতো ।
তারাদের দেশে গিয়েছি ভেসে ভেসে
তুমি সবাইকে চেনো হাতের তালুর মতো ।
সপ্তর্ষি মন্ডলের সবাই অভিনন্দন জানায় ।


পরিচয় করিয়ে দিলে একে একে ।
ওই দেখো লুব্ধক, আর ওই দেখো রোহিনী
ওই যে মঙ্গল, খুব কাছে বুধ...
তবে ধ্রুবতারা এগিয়ে আসেনি
কেমন যেন পাশ কাটিয়ে চলে গেল ।
তুমি বললে ও ওই রকম একটু দেমাকি ।
তারপর তুমি সাথে আছ,
তাই হয়তো ওর বুক পুড়ে যাচ্ছে ঈর্ষায় ।


এবার আমরা যাব আকাশ গঙ্গা দেখতে।
সে বড় সুন্দর স্বপ্নের মতন তার রূপ ।
আমি মনে মনে ভাবলাম
তোমার চেয়ে কি সে রূপবতী ?
হটাত বলে বসলে একই তুমি ক্লান্ত নাকি ?
যাবেনা আকাশগঙ্গা দেখতে ?
রাতের চাদরে মুখ ঢেকে বলেদিলাম
তুমিইতো আমার আকাশগঙ্গা ;