কোন জন্মান্তরের অপেক্ষাতে নয়
অন্ধকারের দ্বার খুলে দিয়েছিলে তুমি
তাই পেয়ে গেছি আলোয় চলার পথ
মুঠো ভরে দিয়েছিলে হীরক-কুচি দামী
     গর্ব করি ভিত্তিভুমি তুমি,
তোমাকেই চুমি তোমাকেই নমি।।


দুঃসহ দিনে সবুজের গান শুনেছি
চড়াই-এর পথে সহজ ছন্দ শিখেছি।
অন্ধকারে হাফিয়ে পড়ার শেষ মুহূর্তে
আলো হাতে দাঁড়িয়েছিলে তুমি ।
     গর্ব করি  ভিত্তিভুমি তুমি,
তোমাকেই চুমি তোমাকেই নমি।।


গন্ধ দিয়ে হারিয়ে গেলে ধূপের মতন
আলো দিয়ে ফুরিয়ে গেলে মোমের মতন।
আজো চলার পথে শুনি সেই শপথ বানী
মানুষের হাতে হাত রেখে
পথ হাঁটছি দিনযামী ।
     গর্ব করি  ভিত্তিভুমি তুমি,
তোমাকেই চুমি তোমাকেই নমি।