সত্যি সেদিন গেছে ফিরে অভিমানে।
আজো দিন আসে দিন যায় নিয়ম ধরে,
শুয়ে থাকে নিথর হয়ে নামগোত্র হীন।
মনে হয় কালের গ্রাসে অন্ধকারে ডুবে যাবে;
হয়না, বুদবুদ জাগে কেউতো ছিল কোথায় তাঁরা?
আর কি ফিরে আসবেনা কোনদিনের তরে!


রাতের হিম পড়ার মতন সময় পিছিয়ে যায়।
কোথায় যে যায় কে জানে কোথায়?
ভুলে যেতে পারলে হয়তো খুব ভাল হতো
ভুলিনা যতবার ভুলতে চাই ততবার স্মৃতিতে আনাগোনা;
বোঝাপড়া একে একে কথা বলা স্বপ্ন জাগানো
শুধু মনে হয় থাকুক ওরা আলোকবর্ষ ধরে।