আমি তখন ছোটো
এপার বাংলায় তখন বেশ টালমাটাল অবস্থা
সব সময় কী হয় কী হয় একটা ব্যাপার
বাবা বললেন - যুদ্ধ লেগেছে দেশে আকাল লাগবে।
আমার ছোট্ট মনে প্রশ্ন এলো - আকাল মানে কি?
মা বললেন - তুমি এখন ছোট, আর একটু বড় হও ।


দেবদুলালের খবর হত আমাদের রেডিওতে।
যেই শুরু হতো মানুষেরা ভীড় করে মন দিয়ে শুনত ।
আজ মুক্তিসেনা শত্রুপক্ষের ঘাঁটি দখল করেছে ।
দেশনেতা মুজিবর জনগণের উদ্দেশে ভাষণ দিয়েছেন।
সেইসব মানুষ বীর শহীদদের যথার্থ মূল্যায়ন করা হবে।
আমার স্বপ্ন এইদেশ একদিন হবে  সোনার বাংলা।''


যুদ্ধ যুদ্ধ খেলা আমরা ও খেলতে শুরু করলাম।
আমি থাকতাম মুক্তিসেনার দলে ।
জোরতোর লড়াই গুলি গোলা বন্ধুক;
শত্রুপক্ষে হানা দিয়ে তাঁদের ঘাঁটি গুঁড়িয়ে দিতাম।
ছড়া কেটে বলতাম- যাহ্‌ তোরা যাহ্‌ দেশে ফিরে যাহ্‌
আমাদের রক্ত আর চোখের জলে স্বাধীনতা আনবই
এ আমার দেশ আমার সাধের বাংলাদেশ।



"মুজিব শতবর্ষ "