আমি তোমার চোখ দিয়ে আর এক ভারতবর্ষ দেখলাম ।
অশান্ত মন কখন ক্ষিপ্ত কখন শান্তধারায়
পুড়ে যেতে লাগলাম, পরক্ষনেই ভিজতে লাগলাম ।
নরপশুর অত্যাচারে এই দেশ আর আমি বিভক্ত;
লাল রক্তে ভিজে গেলাম এক্কেবারে।
আর্ত চিৎকারে কেউ সাড়া দেয়না ।
তীক্ষ্ণ যন্ত্রণায় ঝরে পড়ল আকাশ থেকে বৃষ্টি...
খণ্ড খণ্ড চিত্রে ছড়িয়ে গেল অখণ্ড মানচিত্র  
নিস্তব্ধে তবু গঙ্গা বয়ে যায় কুলুকুলু রবে ।


রাতের অন্ধকারে আলো জ্বেলে কে যেন
কি খুঁজে বেড়াচ্ছে? মৃত্যু কোলাহল যুদ্ধক্ষেত্রে
জীবন না মৃত্যু...
সে আমার মাথায় হাত রাখে। আহ কি শান্তি
আমার ছিন্ন অংশের কথা ভুলে গেলাম ।
শান্ত স্নিগ্ধ চোখে নিরাপত্তার সবুজ আশ্রয় ।
ধিরে অতি ধিরে মন্ত্রমুগ্ধের মতন উঠে দাঁড়ালাম ।
ভুলে গেলাম যা ঘটেছে।
আমি এবং আমার দেশ নিয়ে ।


আমি এখন অপার এক শান্তির দেশে
ভেসে ভেসে চলেছি ...
ঠিক শরতের মেঘের মতন ...
আলের ধারে কাশের মতন মন দুলছি ...
শিউলির সদ্য ফোটা সুবাসে
আমি মিশে যাচ্ছি একটু একটু করে ...
তালে সুরে পুবের আকাশ হয়ে উঠছে রক্তিম।


আজকের কবিতা ;- কবি সোমদেব চট্টোপাধ্যায় -এর জন্মদিন উপলক্ষে পেশ করলাম । কবি যেন সুস্থ আর দীর্ঘজীবী থাকেন ।