ভালো বন্ধু হতে দু কদম সাথে চলতে হয়।
সুখে দুঃখে হাসি কান্নায় পাশে থাকতে হয় ।
মনের কথা বলতে হয়, আমি যে পারিনা ;
আমিতো পারিনা, রাত জাগতে সাদা বিছানার পাশে ।
বদলে অন্ধকার খুঁজে নিয়ে নিজের মুখ লুকাতে থাকি ;
চরম দুঃসময়ে পাশে থাকলে কি কি করতে হয় ?
বুঝতে পারিনা। কি করে সমস্যা পাহাড় ডিঙিয়ে যাব;
তখন ভিড়ের ভিতর নিজেকে হারিয়ে ফেলি নিমেষে;
বৃষ্টিধারা খুঁজে নিয়ে অঝোর ঝরে কাঁদতে থাকি ;
নিজেকে নিজেই কাঠগড়ায় দাঁড় করিয়ে বিধান দিই...
        তাইতো বন্ধু হতে পারিনি ।  


যেটা ভাল লাগে সেটা শুকনো পাতা পড়ার শব্দ;
ঝরনার সাথে তাল রেখে পাখি যখন ওঠে ডেকে ।
বৃষ্টিতে ভিজে নদীর প্রান্ত ছুঁয়ে হেঁটে যেতে ইচ্ছা করে ।
রাতের কান্না ভেবে শিশির ফোঁটায় হাত ভিজিয়ে নিয়ে,
বোঝার চেষ্টা করি রাতের অন্ধকারে কত কান্না জমেছে;
ফুল ফুটলে তার সুবাস নিয়ে গান কবিতায় মেশাতে থাকি;
নিজের সাথে অনর্গল কথা বলতে থাকি, হাজার বছরের !
এসব যদি ভালো লাগে, চলে এসো আমার বন্ধু হতে ।



আজকের কবিতা কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের নাম উত্সর্গ করলাম । আজ কবির জন্মদিন । উনি সুস্থ থাকুন এই কামনা করি ।