আমার বন্ধু থাকে চাঁদপুরে
যেখানে বাঁশি বাজে মেঠো সুরে।
সোনালী চিল নীল আকাশে ওড়ে
একদিন যাবো ঠিক ওইপারে।


আমার বন্ধু ওখানে থাকে
অনেক দিন দেখিনি তাকে।
আসেনা চিঠি ওখানে থেকে
দিনরাত্রি কাটে গোপন দুঃখে।


দীর্ঘ কালের অদর্শনে
বন্ধু এখনো হৃদয় কোণে ।
কত কথা হয় তারাদের সনে
মনে পড়ে বেশি বৃষ্টি দিনে।


কাঁটাতার ধীরে পেড়িয়ে গেলে
এপারে আমায় রেখে গেলে।
যেতে যেতে ফিরে তাকালে
ঠিকানা দিতে ভুলে গেলে?


দিয়েছিলি বুঝি কথার কথা
জমেছে বুকে অনেক ব্যথা ।
নীলখাম বুঝি মেলেনা সেথা
মনে পড়ে কী আমার কথা!


বহুদিন পর রাত চাঁপা ফুটেছে
বৃষ্টি শেষে রাত জ্যোৎস্নায় সেজেছে।
কার বাঁশির সুরে সে গান বেজেছে
আসবে ভেবে তুমি মনময়ূর হয়েছে।