আমার দুটো বন্ধু আছে
হয়তো সবাই জানে বা জানলেও বলেনা।
জন্মমুহূর্তেই ওরা দুজনেই হাজির ছিল।
আমার শরীর কে আগে দখল করবে।
সেইদিন একবন্ধু বলেছিল - চলে যাচ্ছি...
তবে একদিন ঠিক আমি আসবই আসব।
জানি ও আমার পরমবন্ধু তাই আছে দীর্ঘ অপেক্ষায়।
এখন যে আমার সবসময়ের বন্ধু
তার সাথেই আছি, অনেকদিন সুখে অসুখে  
      হাতটা এখনি কি করে ছেড়ে দিই।


এই বন্ধুদের কখনো চোখে দেখিনি।
শুধু অনুভবে বুঝি, ওরা আছে শয়নে স্বপনে
সুখে দুঃখে আলো আধারে কল্লোলে নির্জনে।
সেই যে জীবনের শুরুতে একজন হাত ধরেছে।
তখন অন্য বন্ধু অভিমানে চলে গিয়েছিল
আর বলেছিল - আমি একদিন আসবই আসব।


ওরা ছিল জীবন আর মরন
জীবনবন্ধু জীবনের ধারাপাত শেখায়।
কিভাবে আলোর দিকে জীবজগত ছুটে যায়।
আমি বলি - আলোর পথে অনেক চড়ায় উৎরায়।
মিথ্যের অন্ধকার বেশ ভালো, অনেক আরাম।
সে চোখ রাঙায় বলে -ওঠো আর এগিয়ে যাও।
লোভ লালসার পাহাড় না দেখে
নিজে খেটে ঘাম ঝরিয়ে চাঁদের পাহাড় দেখো।
দেখবে, তোমার মুখেও ঝলসাবে অপূর্ব চন্দ্রশোভা।


মরনবন্ধু চকিতে এসে ভয় দেখিয়ে উধাও।
একদিন সাগরের গভীরে ডুবে যাবার সময়,
এসে তীব্র ক্রোধে বলে গেল - খুব সাবধান ...
জীবনবন্ধু তোমায় তোমার সীমানা দেখায়নি।
মাঝে মাঝেই কেন আমার সীমানায় এসে পড়ো।
লোভ লালসার হাতছানিতে থেকে নিজেকে সংযত করো।
অন্ধকারে এগিয়ে যাও কেন?
আমার সীমানায় আসার সময় এখনো হয়নি।
যাও ফিরে যাও। আলোর বৃত্তে ফিরে যাও।