একদিন এত দুরে চলে যাব সেই সুদূরে
                ঠিক টিক টিক সময়ের মতন হয়ে  
                সেইদিন আর ফিরে আসবনা ।
একদিন যেতে যেতে হারিয়ে যাব  
                আবেশিত ফুলের গন্ধের মতন বিলীন হব  
                তখন খুঁজলেও আর পাবেনা ।  
একদিন বয়ে যেতে যেতে হারিয়ে যাব সাগর বুকে,
                 ঝিনুকে হয়তো মুক্তো পেলেও পাবে
                 সেদিন কিন্ত আমায় পাবেনা ।
একদিন গানের সুরে সুরে ঠিক ফুরিয়ে যাব ;
                 বৈঠার ছন্দে আলো থেকে অন্ধকারে
                 গানের রেশ থাকবে, আমি থাকবনা ।
একদিন শ্রাবনের ধারার মতন ঝরে যাব ;
                 পত্র-কোরকে সবুজ পাতার উঁকি।
                 তখন আমি হারিয়ে গেছি নগর-বন্দরে ।
একদিন নিমের ডালে দোলন দোলায় ফুরিয়ে যাব;
                 একদিন নিম ফুলের কুঁড়ির মত ঝরে গেছি
                 সেদিন আমার অবসর আমার দীর্ঘ ছুটি ।