আমার অনেক বন্ধু
ওরা সবসময় আমার সাথেই থাকে ।
পৃষ্ঠ-সখা সকালেই বলে বেশি ঝুঁকিসনা কষ্ট হবে।
প্রাণের মন-সখা ঘুমানোর সময় এসে হাজির
ঘুমাতে দেয়না বলে - আয়'না একটু গল্প করি।
ঠিক তারপরেই স্মৃতির দরজা হাট করে খুলে দেয়।


আমার অনেক বন্ধু
ওরা সবসময় আমার সাথেই থাকে ।
সবাই কেমন দিব্যি হেঁটে যায় যে যেমন পারে
আমি যেন গজকচ্ছপ বসে শুধু দেখি।
হাঁটতে গেলেই চরন-বন্ধু বলে ওঠে - সাবধান
যে কোন মুহূর্তে আমি বিদ্রোহ করতে পারি।
খাবারে কাঁকড়! এক্কেবারেই দন্ত-বন্ধুর ফাঁকে,
ব্যস শাপশাপান্ত - আজ তোর মাথা যন্ত্রণা সারবেনা।
একবারে কেউ কিছু বললে কর্ণ-বন্ধু বোঝেনা,
স্বভাবতই উল্টোদিকের ব্যক্তির বিরক্তি প্রকাশ।
সিঁড়ি ভাঙতে হৃদয়-বন্ধুর তীব্র আপত্তি,
দপদপিয়ে লম্ফঝম্প করে ভীষণ ভয় দেখায়।
বলে - এখুনি তোকে অন্ধকারের দেশে পাঠিয়ে দেব।


আমার অনেক বন্ধু
ওরা সবসময় আমার সাথেই থাকে ।
কণ্ঠ-বন্ধুর ভীষণ আপত্তি গান করবার ইচ্ছা হলেই
যত রাজ্যের জঞ্জাল নিমেষে জড়ো করবে।
কবিতা লেখবার ইচ্ছা হয়তো ছেড়ে দিতে হবে
আঙ্গুল-বন্ধু নিরবতায় ঝিনঝিন করবে সরবে প্রকাশ।
নয়ন- বন্ধু বলে দিয়েছে - সাফ কথা বলছি
জীবনে অনেক ভালমন্দ সবকিছু দেখে নিয়েছিস।
আর নাইবা দেখলি।


আমার অনেক বন্ধু
ওরা সবসময় আমার সাথেই থাকে ।
তিল থেকে তাল যাতে না হয়।
তাই আমি নীরব হয়ে চুপ থাকি।
জানিনা কবে এদের হাত থেকে মুক্তি পাব;
তবে নিশ্চিত একদিন ঠিক পালিয়ে যাবই
ওদের সব্বাইকে বুড়োআঙ্গুল দেখিয়ে।
আমার যত ব্যথারা
ওরা আমার সাথেই বন্ধুর মত থাকে।