এত চাই অত চাই
পৃথিবীর সব সুখ আমার ।
আমার জন্য চাঁদ ফুল সূর্য ওঠে,
আমার জন্য বর্ষা বসন্ত জেগে থাকে;
নদী সমুদের ঢেউ একে একে আসে যায় ।
আমার প্রেরণায় পাখি গেয়ে ওঠে গাছে গাছে ।


আমিই চাই মানে সততই চাই ।
ক্ষুদার্ত জনগণ ধুঁকে ধুঁকে মরে যাক ।
অসহায় বাবা মা কন্যার লাঞ্ছনায় ঘুমিয়ে যাক ।
নিরন্তর বাঘে আর হরিণে একঘাটে তৃষ্ণা মেটাক ।
চোখে মুখে থাক আতঙ্ক,আমিই ওদের প্রতিবাদী মুখ ।
আমার প্রেরণায় চোরাস্রোতের মতন বিভেদ জাগিয়ে রাখি ।


তা নাহলে, ওরা আমাকে ভুলে যাবে ।
প্রতিদিন একটু একটু করে আমি হই ঈশ্বর ;
আমার পবিত্র মুখ সবাই দেখে, দেখেনা বাঁকা হাসি ।
সন্তর্পনে এগিয়ে যায় কেউ বুঝতেই পারেনা ।
কারণ আমি যে আমার ছায়াকেও বিশ্বাস করিনা।