ফুল দেখলেই
আমার একে একে নারীর মুখ ভেসে ওঠে।
তখন ওদের সঠিক নাম না জানলেও চলে
আমিই নাম দিয়ে ফেলি সেই সেই নামে ;
কারো চলার ভঙ্গীতে পদ্ম ফোটে, নাম দিই পদ্মিনী;
রাতে হঠাৎ ভিড়ে দেখা দিয়ে হারিয়ে যায় সেতো কামিনী।
বারোমাস দেখা হয় কিছু কিছু কথা হয় টগরের মতন টগরী
দেখলেই আদর করতে ইচ্ছা, মনে হয় একটু ছুঁই! সেতো জুঁই।
সবার সাথে কথা হয়, আমিও বলি, বেলি কোথা থেকে এলি।


আসরে সুন্দরী নারীর সাথে একটু আলাপ
যাকে যাকে মনে হয় কোন বাগানের গোলাপ?
অসামান্যা কেউ কেউ তাদের এলোখোঁপা
আশ্চর্য ওরা মাথায় গুঁজেছিল সোনালী চাঁপা।
হঠাৎ পথে হাওয়ার মত দুলিয়ে দিয়ে গেল ঢোলকলমি
কেউ কেউ যেন ছাতিমের গন্ধের মতন তীব্র তাঁর অনুভব।
ফাগুনের আগুন নিয়ে কেউ কেউ যেন লাল কৃষ্ণচূড়া।
কিছু বুনফুলের নাম জানিনা, চিরকালের স্মরণ বনলতা।


আগুন রঙের পলাশের মতন আমার রক্তপলাশী  
কেউ জানেনা কেউ দেখেনি সে যে আমার সর্বনাশী ।