আমায় নিয়ে যাবে
যেখানে সাগর তটরেখা ছুঁয়ে ছুঁয়ে রাখে
যেখানে পাহাড় সবুজ ধরে ধরে থাকে
যেখানে আকাশ মেঘ মেখে মেখে থাকে
যেখানে পাখিরা স্বপ্ন বেছে বেছে রাখে
আমিও হাতে হাত রেখে রেখে যাব যে
    আমায় নিয়ে যাবে
যেখানে ছায়ারা কাজল চোখে চোখে আঁকে
যেখানে চাঁদের জোত্স্না ধারায় ধারায় নামে
যেখানে পলাশ রঙ ছড়িয়ে ছড়িয়ে রাখে
যেখানে বৃষ্টি আঁচল জড়িয়ে জড়িয়ে ধরে
আমিও পাথর পথে যেতে যেতে হারাব যে
    আমায় নিয়ে যাবে
যেখানে মনের কথা অনায়াসে হবে মুক্ত
যেখানে বুকের গভীরে মিলন পিয়াসী নদী
যেখানে নিষিদ্ধ ইচ্ছা বিকশিত ফুলের মত
যেখানে কায়াতে ছায়াবৃত নিকষিত গুঞ্জন
আমিও অনন্ত আনন্দ ঝরনায় ফুরিয়ে যাব
   আমায় নিয়ে যাবে ...