নদীর ঢেউ এসে যেমন তীর ছুঁয়ে যায়।
নিঃশব্দে আমিও তেমন তোমায় ছুঁয়ে যাই।
মৌসুমী যখন বৃষ্টি আনার খবর এনে দেয়।
আমিও তখন মল্লারেতে বৃষ্টির গান গাই ।
ঝড়ের তান্ডবে মাঝি যেমন নৌকা সামলায়।
আমি তোমায় ঘিরে থাকি তেমন দিশাহারায়।
হেমন্ত যেমন ফুলের বুকে মধু ভরে দেয়।
এই মন আকাশ তেমন তোমায় পেতে চাই ।