তুমি কি কষ্টে আছ মাটি
প্রতিনিয়ত দূষণে কি হাফিয়ে উঠেছ ?
ঘন ঘন শ্বাসে বুকটা কি ধড়ফড় করছে?
ভাবনায় দিন-রাত্রি কি ঘুম নেই চোখে?
একটু একটু করে এখন যে দেয়ালে পিঠ।
তোমায় প্রতিবাদ করতেই হবে মাটি।


তুমি কি কষ্টে আছ জল
নিজের ভিতর শুদ্ধতা আর খুঁজে পাচ্ছনা।
জলের প্রাণীকুল একে একে হারিয়ে যাচ্ছে।
প্রতিমুহূর্তে মানুষের লাভ লোভের শিকার হয়েছ।
ওরা কি ভুলে গেছে? তোমায় বরণ করতে ;
ওদের মনে করাও, তুমি নষ্ট মানে সব ধ্বংস।


তুমি কি কষ্টে আছ আকাশ
কালো ধোঁয়ায় আবৃত হয়ে ঝিমিয়ে পড়ছ ?
এমনটা হতে থাকলে অকালে সর্বনাশ ঘিরে ধরবে।
তোমার ভালবাসার চাদরে মৃত্যুর কালো ছায়া
তাও কি তুমি অনায়াসে সব মেনে নেবে?
দূষণের অম্ল বৃষ্টিতে সারা পৃথিবী পুড়বে।


প্রতিবাদ কর? আওয়াজ দাও?
চিৎকার করে বল - ''আর নয়
তোমাদের গভীর লালসায় এমন ক্ষতি মানবনা।
আমি বসুন্ধরা!
আমায় ঘিরে এই অসহায় প্রাণীকুল;
তোমাদের মত গুটিকতক শিকারিদের জন্য
ধ্বংস, কিছুতেই মেনে নিতে পারবনা।
হটাত বজ্র-ঝলকে শেষ করে দিতে পারি।


আমি বসুন্ধরা ! একটাই শুধু অনুরোধ
নিজেদের বাঁচিয়ে রাখতে আমাকে বাঁচিয়ে রাখো।''


প্রতিবাদ কর? আওয়াজ দাও?