এমন করে বললে কেউ কি না গিয়ে পারে , আমি যাব ।
হেলে পড়া সজনে গাছের মাছরাঙ্গা দেখতে, আমি যাবই।
ফিঙ্গে ওড়া ফিসফিস বাঁশবনের ধারে, আমি নিশ্চয় যাব।
হুক্কার দল দেখলে লুকিয়ে লুকিয়ে ওদের ছবি তুলে রাখব।
রাত গভীরে ঝিঁঝিঁ ডাকা সুরে তক্ষকের শব্দ মিলে যাবে  ।
চাঁদের জ্যোৎস্না ধরে এনে লক্ষ্মীপেঁচা তেতুল গাছে বসবে।
আলো মাখা মেঘেদের দেখতে দেখতে রাত ফুরিয়ে যাবে ।


ভোরসকালে রসে ভরা ঠিলি নামিয়ে দিও আকণ্ঠ পান করব।
আমন চালের একথাল গরম ভাত দিও বেগুনপোড়া দিয়ে,
রদ্দুরে পিঠ দিয়ে তুমি আমি দিব্বি চেটেপুটে মেরে দেব।
মাঝ গগনে সূর্য ভৈরবের কাঁচ জলে বালির চিকিমিকি,
তুমি আমি ডুব সাঁতারে জল খেলাতে দুপুর গড়িয়ে যাবে।
ধোঁয়া ওঠা গরম ভাতে মাছের ঝোল সাথে গন্ধরাজ লেবু ,
আর একটা শখ, ঝিলের জলে ছিপ হাতে মাছ ধরতে যাব ।


আমি যাব ... আমি যাবই ... আমি নিশ্চয় যাব...