আমি নেই
মনে করে দেখো, আমি ছিলামনা ।
ছিলামনা নীলনদের তীরের উপকণ্ঠে
আলো বাতাস হীন পিরামিডে টুকরো সময় হয়ে ।
ভুট্টা ক্ষেতের প্রতি শস্যদানাতে ছিলন উপস্থিতি  
কিম্বা মহেঞ্জদরোর পানপেয়ালার ভাঙা টুকরোতে ।


আমি নেই
মনে করে দেখ্‌ আমি ছিলামনা ।
বৃষ্টি অরন্যের জলাভুমির নীল মাছির ডানায়।
পিরনহা মাছের ক্ষুরধার দাঁতের সারিতে
আন্দামানের আদি বাসিন্দার সুখের হাসিতে।
মেঘের ছায়াতে নীল অকৃতজ্ঞ সাগরিকার আঁচলে।
কিম্বা ভালবাসার চোরকুঠুরিতে গোপন গল্প হয়ে।


আমি নেই
মনে করে দেখো, আমি ছিলামনা ।
চাঁদের আলোতে ফোস্কা পড়া গুজব কাহিনীতে ।
কফিহাউসে গালে টোল পড়া আশ্চর্য হাতছানিতে।
আমার অস্ত্বিত তোমাদের নিছক আবাহনে,
এবং সাত তাড়াতাড়ি হয়ে ও গেল বিসর্জন ।
বুদবুদের মতন একটা জীবন দিয়েছিলে
কেড়েও নিলে অজুহাতের দশ অস্ত্র চালনাতে।


তবে এ ভালই হোল
অস্ত্বিত বিহীন অস্ত্বিত টিকিয়ে রেখে কি লাভ?
আমি নেই
মনে করে দেখো, আমি ছিলামনা ।