ভালবাসি বলতে জিভ হয়ে যায় তিনগুন ভারী
বুকের ভিতর ডানা কাটা জটায়ুর কাতরতা
দুপায়ের তলায় মাটি কোথায়?
     তখন কি করি বলি বল কি বলতে চাই।


ভালবাসার একটা নদী জন্মেছে নাম মাধবীলতা
যে পাহাড়ে আমরা একদিন বেড়াতে যাব
যে কালো পাথরের চাতালে আমরা বসব
যে স্বচ্ছ জমা জলে আমরা লক্ষ্য করব
জল ফড়িঙ আর মাকড়শার নিরুদ্বেগে ঘোরাফেরা
   সেই সেখানেই সে নদীর উৎস ।
আকাশের নীল দেখে নদীর মনে হয়েছিল
ওই সুদূর নীলে সে একদিন হারিয়ে যাবে।  
    সেই পথ চলা শুরু। কখন যে শেষ হবে জানিনা।
তিন পা এগিয়ে চার পা পিছিয়ে আসি পথে বাধা
তবু একটা একটা করে সব পেড়িয়েছি সবগুলো
কখন ডিঙিয়ে গেছে কখন দ্বিখণ্ডিত হয়েছি
কখন ভাসিয়ে দিয়েছি , আবার হেরে ও গিয়েছি
নতুন করে শক্তি সঞ্চয় করে জয়ের নেশায় উন্মুখ।
   তোমাকেই পাবার জন্য বৃত্ত ক্রমশ ছোট করছি।


তোমায় ভালবাসি বলতে স্বপ্নে কতবার চমকেছি
দেখতে পাওনি শুনতে পাওনি সে দোষ আমার?
          তুমি স্বপ্নে সামিল হওনি ।
হয়তো এখনও আঁকতে পারিনি সেই আমন্ত্রন লিপি
ভালবাসি তাই বেঁধেছি ছোট্ট একটা বাসা
আপন ভেবে আসবে কি!
ভালবাসি ভালবাসি তাইতো পাখির ডাকে গাই
সোনার মেয়ে আর কতকাল রাখবে অপেক্ষায়।