এই মুহূর্তে সড়ক অতিক্রম করছি আগুন ছুঁয়ে ছুঁয়ে,
ঠিক ভারসাম্যহীন সম্পর্কের সুতোর উপর দিয়ে।


ভালবাসা বলো, প্রেম বলো, সব স্মৃতির মতো
অদৃশ্য এক ভয়ঙ্কর রেনু ভয় দেখায় অনবরত।


সে যেন পাহারা দিয়ে চলেছে মনের অলিগলি
এক এক করে নিয়ে যেতে চায় মৃত্যু শহরতলি।


তবুও ফুল ফোটে, বৃষ্টি ঝরে, পাখীরা গান গায়;
প্রেরণা পাই, তাই আঁধার থেকে আলোতে ধাই।


তোমার এমনি এক উদ্ভাসিত পৃথ্বী দেখার দিনেতে;
পারিনি নক্ষত্রমণ্ডল থেকে উজ্জ্বল নক্ষত্র এনে দিতে।


অনেকেই সাজিয়েছে উপহার সামগ্রী সম্ভারে
কাছে কিছুই নেই, তবু পায়ে পায়ে তোমারই দ্বারে।


আমি রবাহুত, উৎসবে এসেছি প্রাণের নিমন্ত্রনে;
যদি ভালো লাগে, তাই আনন্দগান গাইছি আপনমনে।