পাগলে ও জানে - ওতে হাত দিলে হাত পুড়ে যাবে ।
সবাই জানে - ও আপন পর জল জঙ্গল কিছুই বোঝেনা ।
গুনিজন জানত - ওকে তেমন ব্যবহার করলে জীবনের লাভ।
সভ্যতা জানত - ওর লেলিহান শিখা সোনা পুড়িয়ে খাঁটি করে।
পতঙ্গ জানে - তার দিকেই এগিয়ে যায় মৃত্যু সুনিশ্চিত জেনেও।
উনি জানেননা - তাঁকেই করেছেন ব্যবহার ক্ষমতার অহংকারে ।