কতবার খন্ডিত করবে তোমরা আমায়।
কতবার কত রঙের প্রলেপে খন্ড করেছো!
পারোনি আলাদা করতে, রক্তের রঙ লাল ।
কতবার কত ভাষাতে খন্ড করেছো!
মনের ভাষাতেই মনের কথা হবে।
পারবেনা আলাদা করতে সেই মন।
কতবার যে কাঁটাতারে খন্ডিত করেছো।
তা ইতিহাসের প্রতি পাতায় লিপিবদ্ধ ।
পারবেনা আকাশের সীমানা খন্ডিত করতে ।
পারবেনা গান কবিতার আবেদন টলাতে।
উন্মুক্ত হৃদয়ে ওরা থাকবে সদা দুহাত বাড়িয়ে ।