পুকুরের ভেসে থাকা কাঠামোতে সে রোদ মাখে।
চেরা জিভ দেখায় লোকালয় থেকে দূরত্বে রাখে।
ওরাও উষ্ণতা চায়, খিদে আছে মানুষকে করে ভয়।
নিজেকে বাঁচাতে ছোবলায়, নাহলে মৃত্যুতে হয় ঠাঁই।