বলেছিলাম থেকে যাব যতদিন বসন্তদিন থাকবে
তারপর ফুল ঝরিয়ে ফিরে যাব আগুনের দেশে।
বলেছিলাম পেয়ে যাবে ভরা পূর্ণিমার পূর্ণ চাঁদে
তারপর ক্ষয়ে ক্ষয়ে যাব অন্ধকারে যুদ্ধবেশে ।


বলছিলাম আসব ফিরে, ঝড় মেঘ সাথী করে
দুজনে ভিজে ভিজে সরস করবো বন্ধ্যা মাটি।
বলেছিলাম মিলে যাব সবুজের বিজয় কেতনে
দেখব,আগামী আসছে ধিরে দুপায়েতে হাঁটি ।