শুকনো পাতার মর্মরে কিছু আর্তনাদ
বুকের ভিতর অহরহ যে জলপ্রপাত
বেলাভূমিতে তরঙ্গরাশির বলিরেখা
সবই কী এক নিমেষে হয় কল্পকথা?


এই শহর জুড়ে চলে জল্পনা কল্পনা
কেউ নিশ্চিন্তে সঞ্চয়ী কারোর বঞ্চনা ।
কেন পাড়ার গলির মোড়-এ স্বর্গরথ
কেউ বোধহয় পেল খুঁজে মুক্তিপথ ।


কেউ গোপনে একটানা কান্না ঝরায়
মানচিত্র থেকে তার দেশ সরে যায় ।
ঘোলাজলে খুঁজে মরে পরিচিতি পত্র
বেলা গড়িয়ে দুপুর এইতো সূর্য অস্ত।


অন্তরে বাহিরে জাগে মৃত্যুর উপস্থিতি?
সৃষ্টির শেষে ধ্বংস লয়ের পরে স্থিতি;
দাও শক্তি গড়ব দেশ যা গেল তা গেল
আঁধার শেষে আনবই আশ্চর্য আলো ।