মেঘাছন্ন আকাশ দেখে ভাবি ঐযে সে আসে
পাখির পালক শরীরে ওড়না উড়িয়ে ভাসে ।
হা পিত্যেসে থাকি ভরসা জাগে তৃষিত বুকে
এই বুঝি সে মুদিত নয়নে চুমো দেয় এঁকে ।
মৃদু মন্দ্র বাতাসে গুনগুনিয়ে গান শুনিয়ে দেবে
মরা নদী জিয়নকাঠির ছোঁয়ায় প্রাণ ফিরে পাবে।
কার তর্জনীতে দুর্দার বেগে হারিয়ে গেলে ভয়ে
কবির হৃদয় মুষড়ে পড়ে অপেক্ষাতে অবক্ষয়ে ।