তোমাকে জরিপ করতে করতে এগিয়ে চলেছি ।
শব্দহীন নিশির ডাক অবজ্ঞা করতে পারিনি ।
পায়ে কি যেন ফুটলো, হয়তো ফণীমনসার কাঁটা
        হোক রক্তাক্ত আসুক যত যন্ত্রণা।
মালভূমির উপত্যকায় এখন অজস্র রক্তপলাশ ;
বাতাসে মিশে আছে মহুয়ার মিষ্টি মাদকতা ।
একে একে খুলে ফেলেছ শরমের সকল বসন ।
       একমাত্র জীবন্ত পৃথিবীতে কি আমরাই?
ক্রমশ তোমার কাছে, ততই তুমি দুরে আরো দুরে
পাহাড় বেয়ে ঝরছে দুধ সাদা ঝরনার জল ;
জলের ফোঁটাগুলো জলচুমকি হয়ে ঝিলিক দেয় ।
        ছুঁতে চাইলে স্বপ্নের মত পিছলে যাও ।
একটা দিন একটা রাত, বছর যুগ পেড়িয়ে গেল,
তবু ও অধরা রয়ে গেলে অমা রজনীর চাঁদ যেন ;
দিক দিগন্তরে বনে প্রান্তরে লুকোচুরি খেলে যাও ।
        প্রকৃতি পুরুষ একান্তে মিলন আশায় ।