কথা ছিল
আজ তোমায় নিয়ে দুরের দেশে যাবার
কথা ছিল
ঝর্নার শীতল জলে পা ডুবিয়ে বসবার।
কথা ছিল
বনপথে কথা বলতে বলতে হারিয়ে যাবার।
কথা ছিল
চাঁদ সাক্ষী করে মুখোমুখি বসে থাকবার।
কথা ছিল
আগামীর মিছিলে নোতুন গানের মহড়া দেবার।
কথা ছিল
নোতুন প্রজন্মকে বাঁচার কৌশল সবটুকু জানাবার।


কথা ছিল কথার কথা কিছুই রাখা হলনা ।
বিষণ্ণ রোদ্দুর কেঁদে কেঁদে ফিরে যায়।
নিশুতি রাতের শেষ জোনাকি বলে
- অপেক্ষা বন্ধু আর কিছু সময়ের
আসন্ন ভোরের প্রসন্ন মুখ ওই আসে।