তোমার জন্য জমিয়ে রেখেছি অনেকটা আলো।
জানি তোমাকে একদিন না একদিন আসতেই হবে ।
রুপোলী জ্যোৎস্না কিছুটা রেখেছি
কুসুমের মতন সূর্য কিরণ রেখেছি
সবুজ ঘাস থেকে কিছুটা শবনম রেখেছি
দাবদাহে আশীর্বাদের মতন বৃষ্টি রেখেছি
আমার অভিমান পদ্মপাতায় টলমল করে ।
হয়তো তোমার দেখা পেলে ঝরবে টুপ করে।


কাশফুল শিউলির আগমনীর গান শিখে রেখেছি।
পাকা ধানের গন্ধ অনেকটা রেখে দিয়েছি
ভালবাসো খেজুরের রস তাও রেখেছি,
শীতের নকশি কাঁথা অতি যত্নে তুলে রাখা
পলাশের আগুন তাও রেখেছি বুকের ভিতর।
তোমাকে একদিন না একদিন আসতেই হবে মন বলছে ।